সকল মেনু

মুক্তিযুদ্ধ জাদুঘরে দক্ষিণ এশীয়দের যাপিত জীবন

mokte-judo-jadugor-bg20130921164424স্টাফ করেসপন্ডেন্ট, হটনিউজ২৪বিডি.কম,ঢাকা ২২সেপ্টেম্বর: সত্তরের দশকে আগ্রার উচ্চশিক্ষিত রমণীদের জীবনাচারণ, চল্লিশের দশকে সাধারণ নারীর অসাধারণ পেশা, ষাটের দশকে উর্দু কবি ফয়েজ আহমেদের জেল থেকে স্ত্রী এলিসের কাছে লেখা কারাগারের চিঠি, একুশের দশকে কনে ছাড়া বিয়ের কাহিনী ও ৭১ সালের স্মৃতি বিজড়িত রেহানার জামা সহ দক্ষীণ এশীয়দের যাপিত জীবনের নানা গৌরবময় দিক নিয়ে আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে।  শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা মুক্তিযোদ্ধা জাদুঘরে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ বাকী’র বাবা এম এ বারী। প্রদর্শনী চিত্রের মধ্যে আরো রয়েছে প্রতিবাদী ছবি মুক্তির মাত্রা, বুন্নু বাবা ও তার বোনেরা, যখন ছোট ছিলাম, ভেড্ডা জনগোষ্ঠীর জীবনের একদিন, তিব্বতের ছবি: ইয়াং হাজব্যান্ডের অভিযান, সেতু-নির্ম‍াতাকে স্মরণ, ট্রেন যেখানে আবাসও সেখানে, ক্যামেরা থেকে পরিচ্ছন্নকর্মী, স্বাপ্নিক, রেডিও রিসিভার, বৃটিশ ভারতীয় বাহিনীর শিখ সৈন্য, শহীদ মুক্তিযোদ্ধা বাকীর সংক্ষিপ্ত ও অনন্ত জীবন। প্রদর্শনীর উদ্যোক্তা নেপাল হৃ ইন্সটিটিউটের ট্রাস্টি সারিতা রামামুর্তির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক, সাংবাদিক হারুন হাবীব, জাদুঘরের ট্রাস্টি আঞ্জু চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, আলোকচিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা মুক্তিযোদ্ধা জাদুঘরে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিত্র প্রদর্শন করতে পারবে। প্রদর্শনী চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top