সকল মেনু

অস্কারে যাচ্ছে টেলিভিশন ও চোরাবালি

Osker-00020130921191100  বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২২ সেপ্টেম্বর:  প্রতিবছরের মতো এবারে ৮৬তম একাডেমী এ্যাওয়ার্ডে (অস্কার) বিদেশী ভাষার ছবির প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ। বাছাই কমিটি ছবিয়াল প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ এবং স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট ও মাছরাঙা প্রোডাকশনস প্রযোজিত রেদোয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবি দু’টিকে নির্বাচন করেছে। এই প্রক্রিয়ার জন্য গত ১৮ সেন্টেম্বর ছিল ছবি জমা দেওয়ার শেষ সময়। গত ২০ সেপ্টেম্বর উল্লেখিত দুইটি ছবি দেখে বাছাই কমিটি ৮৬তম একাডেমী এ্যাওয়ার্ড (অস্কার) বিদেশী ভাষার চলচ্চিত্র প্রতিযোগীতার জন্য মনোনীত করেছে। উল্লেখ্য, ছবি বাছাই এর জন্য এর আগেই ০৯ (নয়) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা ছিলেন অধ্যাপক আব্দুস সেলিম, শহিদুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম জা চৌধুরি, আবু মুসা দেবু, রেজা লতিফ, শাকিব খান, শামিম আক্তার এবং রোকেয়া প্রাচী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top