সকল মেনু

মুক্ত হলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি

1.01_1120  ক্যাম্পাস প্রতিবেদক,রংপুর বিশ্ববিদ্যালয়, ২২ সেপ্টেম্বর:  টানা পাঁচদিন শিক্ষকদের আন্দোলনের মুখে অবরুদ্ধ থাকার পর শনিবার দিনগত রাত ১টা ২০ মিনিটে মুক্ত হলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নুরুন নবী। একই সঙ্গে শিক্ষকদের বকেয়া বেতন ও ভাতা প্রদানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের ডাকা অবরোধ কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে। সিন্ডিকেট ও আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর শনিবার রাত ১টা ২০ মিনিটে শিক্ষকদের সাত দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন ভিসি। রাত ১১টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত চলা শিক্ষকদের সঙ্গে ভিসির এই বৈঠক শেষে প্রগতিশীল শিক্ষক সমাজ এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। এর আগে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত সিন্ডিকেটের সভায় ২৫ সেপ্টেম্বরের মধ্যে দু’মাসের বেতন ভাতা প্রদান ও আগামী মাসের ১ তারিখে বাকি তিন মাসের বেতন ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ নেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top