সকল মেনু

আ.লীগ সমর্থিত বিএফইউজে নির্বাচনে বুলবুল-জলিল জয়ী

bulbul  আছাদুজ্জামান হটনিউজ২৪বিডি.কম,২২সেপ্টেম্বর: আওয়ামী লীগ সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে মঞ্জুরুল আহসান বুলবুল সভাপতি ও আবদুল জলিল ভুঁইয়া মহাসচিব নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে ভোট গণণা শেষে বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী আবদুল হান্নান এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময়ে বিদায়ী সভাপতি ইকবাল সুবহান চৌধুরীসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচিত সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের মোট ভোট সংখ্যা ৮৬৭, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ মাহমুদ পেয়েছেন ৭৫৫ ভোট। অপর সভাপতি প্রার্থী এম শাজহান মিয়ার মোট ভোট সংখ্যা ২৩৩। পুনঃনির্বাচিত মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া ৭৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্লা জালাল পেয়েছেন ৭৫১ ভোট। অপর প্রার্থী স্বপন দাশ গুপ্ত পেয়েছেন ৩১১ ভোট। সহসভাপতি ৪টি পদে নির্বাচিতরা হলেন, ড. উৎপল কুমার সরকার (ঢাকা), আবু তাহের মুহাম্মদ (চট্ট্রগাম), মামুন রেজা (খুলনা) ও প্রদীপ ভ’ট্টাচার্য শংকর (রাজশাহী)। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন খায়রুজ্জামান কামাল। যুগ্ম সম্পাদক ৪টি পদে নির্বাচিতরা হলেন, সাইফুল ইসলাম তালুকদার (ঢাকা), আসিফ সিরাজ (চট্টগ্রাম), ফরাজি আহমেদ সাঈদ বুলবুল (যশোর) ও শাহাদৎ হোসেন শাহ (রাজশাহী)। নির্বাচিতরা সদস্যরা হলেন, কাজী রফিক, মধুসূদন মন্ডল, রফিকুল ইসলাম সবুজ, আবদুল মান্নান, মোহাম্মদ ফারুক, দিদারুল আলম, হুমায়ুন কবীর, মো. সাহেব আলী, জাহিদুল কবির মিল্টন, গোপীনাথ দাস, সমুদ্র হক, আরিফ রেহমান, প্রিয়তোষ পাল পিন্টু, মোহাম্মদ মজিবুল হক, এমদাদুল হক মিলন, রেজাউল করীম, কাজী গিয়াস, জাবিদ অপু, নিয়ামুল কবির সজল, মীর গোলাম মোস্তফা, আবদুস সালাম, আহসান সাদিক শাওন। বিএফইউজে নির্বাচনে মঞ্জুরুল আহসান বুলবুল- আবদুল জলিল ভুঁইয়া, শাহজাহান মিয়া- মোল্লা জালাল ও আলতাফ মাহমুদ- স্বপন দাশ গুপ্ত – তিনটি প্যানেল অংশ নেয়। শনিবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, দিনাজপুর, যশোর, কক্সবাজার, নারায়নগঞ্জ ও ময়মনসিংহে একযোগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন হয়।

ভোট গণনা শেষে রাতে এই ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top