সকল মেনু

জন কেরির চিঠির জবাবে খালেদা ,সংলাপের জন্য প্রস্তুত বিএনপি

Khalada-Jhon-0120130919140452 নিজস্ব প্রতিবেদক , ঢাকা, ২০ সেপ্টেম্বর:  রাজনৈতিক সংকট দূর করতে সরকারের সাথে সংলাপের জন্য প্রস্তুত বিএনপি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠির জবাবে এ কথাই বলেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বুধবার জন কেরির চিঠির জবাব দেন তিনি। এর আগে গত ৭ সেপ্টেম্বর সংলাপের তাগিদ দিয়ে দুই নেত্রীকে চিঠি দেন জন কেরি। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এ ব্যাপারে নিশ্চিত করেছেন। চিঠির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে বিএনপির এ নেতা বৃহস্পতিবার রাতে রাইজিংবিডিকে জানান, চিঠিতে খালেদা বলেছেন চলমান রাজনেতিক সংকট নিরসনের একমাত্র পথ হবে একটি অর্থবহ সংলাপের মাধ্যমে সমাধান বের করে আনা। এছাড়া বন্ধু রাষ্ট্রগুলোর মতো দেশের মানুষও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উৎকন্ঠার মধ্যে রয়েছে। তিনি বলেন, চিঠির উত্তরে উল্লেখ করা হয়েছে বিএনপি সব সময়ই সংলাপের জন্য প্রস্তত আছে। তবে সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। জাতিসংঘ অতীতেও উদ্যোগ নিয়েছিলো। এখনো উদ্যোগ নিলে বিএনপি তাতে সাড়া দেবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। গত ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দিয়েছিলেন। চিঠিতে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগও প্রকাশ করেছিলেন জন কেরি। এর আগে জাতিসংঘের মহাসচিব বান-কি মুন দুই নেত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ টেলিফোন সংলাপেও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top