সকল মেনু

যুক্তরাজ্য ভ্রমণে কভিড বিধিনিষেধ থাকছে না

হটনিউজ ডেস্ক:

যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রান্ত সব বিধিনিষেধ ওঠে যাচ্ছে। যুক্তরাজ্য সময় আগামীকাল শুক্রবার ভোর ৪টায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টায়) এটি কার্যকর হবে।

এর ফলে যাত্রীরা ‘প্যাসেঞ্জার লোকেটর ফরম’ (যুক্তরাজ্যে প্রবেশের পর যাত্রীদের অবস্থান সংক্রান্ত ফরম) বা কভিড নেগেটিভ সনদ ছাড়াই যুক্তরাজ্যে ঢুকতে পারবেন। যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস গত সোমবার এ ঘোষণা দেন।

যুক্তরাজ্যে পরিবহনবিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, কভিড সংক্রান্ত বেশ কিছু বিধি নিষেধ আগেই শিথিল করা হয়েছে। বর্তমান ব্যবস্থায় টিকা না নেওয়া যাত্রীদের যুক্তরাজ্যে যাওয়ার আগে ও পরে কভিড পরীক্ষার বাধ্যবাধকতা আছে। আগামীকাল শুক্রবার এটিও ওঠে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top