সকল মেনু

হাসিনা-মনমোহন বৈঠক ২৮ সেপ্টেম্বর

Hasina + Monmohan20130920024330  কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা, ২০ সেপ্টেম্বর:  জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশন শেষে আগামি ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দুই প্রধানমন্ত্রীর বৈঠকসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ২২ থেকে ২৮ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করবেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এই অধিবেশনে যোগ দেবেন। ভারতের পক্ষ থেকে সম্ভাব্য এ বৈঠকটির ব্যাপারে সাড়া পাওয়ায় প্রধানমন্ত্রীর সফরসূচিতে তা সংযোজন করা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বৈঠকে সম্ভাব্য আলোচ্য ইস্যুগুলোর মধ্যে রয়েছে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন ও তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন সম্পর্কে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের দিক থেকে যা যা করণীয় তা করা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী লোকসভার শীতকালীন অধিবেশনে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে বিল উত্থাপনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। বাংলাদেশও এ ব্যাপারে আশাবাদী। এই বৈঠকে মুলত: এই দুটি অনিষ্পন্ন বিষয় নিয়ে আলোচনা হবে শেখ হাসিনা ও মনমোহন সিংহের মধ্যে। উল্লেখ্য বাংলাদেশ ভারতের মধ্যে বর্তমানে এই দুটি ইস্যু নিয়ে একাধিক বৈঠক হলেও চুক্তি দুটির ভবিষ্যত এখনও অনিশ্চিত রয়ে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top