সকল মেনু

মনমোহনের সঙ্গে বসবেন হাসিনা

Hasina+manmohonজ্যেষ্ঠ প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম: নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর এই বৈঠক হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও বাংলাদেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই দেশের সরকার প্রধানদের এই বৈঠক হচ্ছে। স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন এবং তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেয়া হলেও এখনো তা করতে পারেনি মনমোহন নেতৃত্বাধীন সরকার। এদিকে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নকে বাংলাদেশে জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়ে আসছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। এ পরিস্থিতিতে প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top