সকল মেনু

কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্রের সিদ্ধান্ত

M-K-Alomgir-sm20130918091300 স্টাফ করেসপন্ডেন্ট, হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্ত শেষে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনিটরিং সেলের পর্যালোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।  নি আরও জানান, এ মামলায় মোট আসামির সংখ্যা ২৮ জন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তেও কিছুটা অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, সম্পূর্ণ নিরপেক্ষ ও পূর্ণতার সঙ্গে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।সভায় শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা মামলাসহ তালিকাভুক্ত ১৫টি মামলার অগ্রগতি বিষয়ে পর্যালোচনা হয়। তবে সাগর-রুনি হত্যা মামলা ওই ১৫টি মামলার বাইরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top