সকল মেনু

অক্টোবরে থ্রিজি চালু করছে এয়ারটেল

airtel-bg20130918061936স্পেশাল করেসপন্ডেন্ট, হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:   মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ আগামী অক্টোবরে থ্রিজি সেবা চালু করছে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে সেবাটি চালু করা হবে। বুধবার বনানীতে এয়ারটেল কার্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট। এয়ারটেলের পরিকল্পনা ঘোষণা অনুযায়ী, সামনের অক্টোবরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রামের প্রধান অঞ্চলগুলোতে থ্রিজি সেবা চালু হতে যাচ্ছে। আর আগামী নভেম্বরের মধ্যে সিলেটের প্রধান অঞ্চলগুলোতে থ্রিজি সেবা চালু হয়ে যাচ্ছে। ডিসেম্বর নাগাদ এই তিন বিভাগের বাদবাকি এলাকাসমূহে এই সেবা পৌঁছে যাবে।  সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ টেকনিকাল অফিসার সন্দিপন চক্রবর্তী, চিফ অপারেটিং অফিসার রাজনীশ কল, এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা। ক্রিস বলেন, থ্রিজি সেবা চালু করতে যত ধরনের বিনিয়োগ প্রয়োজন তার সবটাই তারা করবেন। এই সেবা চালু করতে অর্থ কোনো সমস্যা নয়। এয়ারটেল এরই মধ্যে বাংলাদেশের ৮০ শতাংশ এলাকায় টুজি সেবা দিচ্ছে। থ্রিজি মাধ্যমে এই সেবা আরো বেগবান হবে। এয়ারটেলের প্রধান নির্বাহী বলেন, থ্রিজি চালু করতে ৫ মেগাহার্টজ স্পেকট্রামই যথেষ্ঠ। কারণ এর চেয়ে বেশি গ্রাহক থাকা সত্ত্বেও দিল্লী, মুম্বাইয়ের মতো শহরে ৫ মেগাহার্টজ স্পেকট্রাম দিয়ে থ্রিজি সেবা দেওয়া হচ্ছে ভারতে। গত ৮ সেপ্টেম্বর বিটিআরসি’র করা নিলামে এয়ারটেল ২১০০ ব্যান্ডে ৫ মেগাহার্টজ স্পেকট্রাম কিনে নেয়। এয়ারটেল ছাড়াও গ্রামীণফোন ও রবি আগামী মাসে থ্রিজি সেবা চালুর ঘোষণা দিয়েছে। তবে বাংলালিংক থ্রিজি লাইসেন্স পেলেও কবে নাগাদ এই সেবা চালু করা হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায় নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top