সকল মেনু

ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্টিত

bach ssssss ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:  ভাঙ্গার কুমার নদীতে বুধবার বিকালে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্টিত হয়েছে। ভাঙ্গা নৌকা বাইচ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে কাজী হেদায়েতউল্লাহ সাকলাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, ভাঙ্গা উপজেলার চেয়ারম্যান সুথীন সরকার মঙ্গল, পৌর মেয়র আবু রেজা মোঃ ফয়েজ, উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী আসাদুজ্জামান কবির। নৌকা বাইচ সার্বিক পরিচালনায় ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির। প্রতিযোগিতায় অংশ নেয় ফরিদপুর, গোপলগঞ্জ, মাদারীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশতাধীক নৌকা । এতে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় স্থান অধিকার করেন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মান্নান মাতুব্বরের ৯৫ হাত নৌকা। দ্বিতীয় স্থান শরীফুজ্জামান ৯১ হাত নৌকা ও তৃতীয় স্থান আলমগীর হোসেন ৯০ হাত নৌকা। প্রথম পুরস্কার ২৯ ইঞ্চি এলসিডি টেলিভিশন সহ নবম স্থান পর্যন্ত রঙ্গিন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। সান্তনা সরুপ বাকি নেীকা গুলোকে একটি করে কলস পুরস্কার দেওয়া হয়। নৌকা বাইচ উপলক্ষে গত এক সপ্তাহ যাবৎ নদীর দুই পাড় ধরে শত শত দোকান পাট সহ বিশাল মেলা বসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top