সকল মেনু

আনসার বাহিনীর কল্যাণে ট্রাস্ট ফান্ড গঠন করবে সরকার: প্রধানমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার বাহিনীকে প্রদত্ত সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলেছেন, ‘বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড গঠন করা হবে। অনেকে অসুস্থ হয়ে পড়ে, কাজ করতে পারে না। বয়োবৃদ্ধ হয়ে যান, অনেকে নানা ধরনের অসুবিধায় পড়ে। তখন যাতে তাদের সহযোগিতা করা যায় সে জন্য আমরা ট্রাস্ট ফান্ড করে দিবো।’

আজ বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশ-২০২২ অনুষ্ঠানে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‌‘আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীরও অবদান রয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের যে লক্ষ্য ছিল, ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। আজকে বাংলাদেশ ডিজিটাল। ব্রডব্যান্ড প্রতি ইউনিয়নে পৌঁছে গেছে। স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ আমরা উৎক্ষেপণ করেছি। আজ অনলাইনে সমস্ত কাজ করা যাচ্ছে। সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে। ভূমি-পর্চা থেকে শুরু করে সবকিছু ডিজিটাল করে দিচ্ছি। করোনাভাইরাস মহামারীর সময় আমরা যে আর্থিক সহযোগিতা দিয়েছি; যিনি পাবেন সরাসরি তার হাতে পৌঁছে দিতে পেরেছি। এভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top