সকল মেনু

হরতালে চাঁদপুরে বিভিন্নস্থানে টায়ারে আগুন, আটক ১০

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  জামাত-শিবিরের ডাকা ২দিনের হরতালের প্রথম দিন আজ বুধবার সকালে চাঁদপুর শহরের বিভিন্নস্থানে টায়ারে আগুন দিয়েছে হরতালকারীরা। এ সময় পুলিশ জেলার বিভিন্নস্থান থেকে ১০ জামাত-শিবিরকর্মীকে আটক করেছে। পুলিশ সুত্রে জানা যায়,সকাল ৬টায় জেলার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা ও মেহের ডিগ্রি কলেজের সামনে জামাত-শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে পিকেটিং করার সময় ৮জনকে আটক করে। একই সময় চাঁদপুর কুমিল্লা সড়কের বাকিলা বাজার এলাকায় পিকেটিংয়ের সময় পুলিশ ১জনকে আটক করে। এ ছাড়া সকাল ৭টায় চাঁদপুর সদর উপজেলার গাছতলা এলাকায় টায়ারে আগুন দিয়ে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধের চেস্টা কালে আরো একজনকে আটক করে পুলিশ। তবে সকাল থেকে সাড়ে ৬টার মধ্যে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট ডিসি অফিসের সামনে,হাজী মহসিন রোডের ডিএন হাইস্কুলের সামনে ও জেএমসেন গুপ্ত রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে টায়ারে আগুন দিলেও পুলিশ এসব জায়গা থেকে কাউকে আটক করতে পারেনি। এদিকে হরতালে চাঁদপুর থেকে দুর পাল্লার সব ধরনের বাস চলাচলা বন্ধ থাকলেও ২/১টি লঞ্চ চলাচল শুরু করেছে। download (1)হরতালে স্কুল কলেজ খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। তবে হরতালে নাশকতার আতঙ্কে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ বন্ধ করে দেয়া হয়েছে। ব্যবস্থা করা হয়েছে জোরদার নিরাপত্তার। পুলিশের পাশাপাশি বিজিবি শহরে টহল দিচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top