সকল মেনু

যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়তে আরেক ধাপ এগিয়ে গেল

sajeeb-bg20130917121125 (1) স্টাফ করেসপন্ডেন্ট, হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  জামায়াত নেতা কাদের মোল্লাকে ফাঁসির রায় দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেয়া যাবজ্জীবন সাজা বাড়িয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফাঁসির রায় দেয়ার প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয় ফেইসবুকে তার অফিসিয়াল পেজে এ মন্তব্য করেছেন। জয়ের ভাষায়, “আজ জাতি যুদ্ধাপরাধী মুক্ত দেশ গড়তে আরেক ধাপ এগিয়ে গেলো। কাদের মোল্লাকে ফাঁসির রায় শুনানো হয়েছে। এটা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারে বলেই সম্ভব হয়েছে।” কাদের মোল্লার রায়ের পর বিকেলে পোস্ট করা ফেইসবুক পেজের ওই মন্তব্যের পক্ষে সহস্র লাইকও করতে দেখা গেছে। মহাজোটের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি জয়ের মা শেখ হাসিনাকে ক্ষমতাসীন করতে তরুণদের ভোট ব্যাপক প্রভাব ফেলেছিল। গত ফেব্রুয়ারিতে কাদের মোল্লার প্রথম সাজার পরে গণজাগরণ মঞ্চের আন্দোলন তারই প্রতিফলন ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top