সকল মেনু

গণজাগরণ মঞ্চের হরতাল প্রতিহতের ডাক

 projonmo20130917182340নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৮ সেপ্টেম্বর:  গণজাগরণ মঞ্চ জামায়াতে ইসলামীর ডাকা টানা দুই দিনের হরতাল প্রতিহতের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার যুদ্ধাপরাধে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের পর এ হরতালের ডাক দিয়েছে জামায়াত। এ হরতাল প্রত্যাখ্যান করে বুধ ও বৃহস্পতিবার হরতালবিরোধী মিছিল করবে জাগরণ মঞ্চ। সকাল ১১টায় শাহবাগ প্রজন্ম চত্ত্বর থেকে মিছিল শুরু হবে। মঙ্গলবার বিকালে এ ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। কাদের মোল্লার মৃত্যুদণ্ডের আদেশে বিকালে আনন্দ মিছিল শেষে ইমরান এইচ সরকার বলেন, “জামায়াত-শিবির সন্ত্রাসী সংগঠন। এটা আদালতে প্রমাণিত। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা তাদের আগামী দুই দিনের হরতাল কর্মসূচি প্রত্যাখ্যান করলাম।” মিছিল ছাড়াও যুদ্ধাপরাধ মামলার রায় দ্রুত বাস্তবায়ন এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণজাগরণ মঞ্চ থেকে আগামী শুক্রবার শাহবাগে বিক্ষোভ-সমাবেশ আহ্বান করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top