সকল মেনু

সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত ফ্রুট কাস্টার্ড

হটনিউজ ডেস্ক:

মিষ্টিজাতীয় খাবার খেতে পছন্দ করেন অনেকে। লাঞ্চ বা ডিনারের পর অনেকের মিষ্টদ্রব্য না হলে চলে না। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ফ্রুট কাস্টার্ড তৈরি করবেন।

আসুন, আমরা জেনে নিই ফ্রুট কাস্টার্ড তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. এক লিটার পাস্তুরিত দুধ

২. আধা কাপ কর্নফ্লাওয়ার

৩. পরিমাণমতো পানি

৪. দুটি ডিম

৫. এক কাপ চিনি

৬. স্বাদমতো লবণ

৭. তিন-চারটি কলা

৮. দু-তিনটি আপেল

৯. পাঁচ-ছয়টি আঙুর

১০. একটি আনার

১১. পরিমাণমতো বাদামকুচি

প্রস্তুত প্রণালি

প্রথমে সসপ্যানে পাস্তুরিত দুধ নিন। বাটিতে কর্নফ্লাওয়ার ও পানি গুলিয়ে সসপ্যানে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। এতে ডিম, চিনি ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে নিন।

সবশেষে রান্না করা কাস্টার্ডের সাথে কলা ফালি, আপেলকুচি, আঙুর, আনার ও বাদামকুচি দিয়ে পরিবেশন করুন মজাদার ফ্রুট কাস্টার্ড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top