সকল মেনু

ফখরুলদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৩ অক্টোবর

images (3) আদালত প্রতিবেদক :  প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ আসামির পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিঞা, মাসুদ আহম্মেদ তালুকদার,তাহেরুল ইসলাম তৌহিদ,জয়নুল আবেদীন মেজবাহ সময় আবেদন করেন। শুনানী শেষে ঢাকা মহানগর হাকিম হারুন অর রশীদ এ দিন ধার্য করেন। গতকাল আদালতে মামলার হাজিরা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান এবং বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ পাঁচ জন। মামলার অন্যতম আসামিরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা এম কে আনোয়ার, রুহুল কবীর রিজভী, মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ। গত বছরের ৩১ জুলাই মির্জা ফখরুল ইসলামসহ ৪৬ আসামির বিরদ্ধে অভিযোগ গঠন করে আদালত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে গত বছরের ২৯ এপ্রিল তেজগাঁও থানায় মামলা দায়ের করে পুলিশ। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের ৪৫ নেতার বিরুদ্ধে গত বছরের ১০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিম। এরপর গত বছরের ২৭ মে ছাত্রশিবির সাধারণ সম্পাদক আবদুল জব্বারকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ডাকা হরতালের প্রথম দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এলাকায় ফ্যালকন টাওয়ারের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় মামলা হয়, যাতে আসামি করা হয় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top