সকল মেনু

ধলেশ্বরীতে ট্রলারডুবি: অবশেষে শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার

হটনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দেড় বছরের শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে ধর্মগঞ্জের নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই নিয়ে নিখোঁজ ১০ জনেরই মরদেহ উদ্ধার করা হলো।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের পরিদর্শক আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন নদীর কিনার থেকে ১৪ মাস বয়সী শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ ১০ জনের মরদেহ উদ্ধার হওয়ায় উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

শিশু তাসফিয়া ট্রলারডুবিতে মৃত তাসনিমের মেয়ে। এর আগে তাসফিয়ার নানি জেসমিন বেগম, মা তাসনিম ও ভাই তানিমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফতুল্লায় ধলেশ্বরী নদীতে গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ওই ১০ জনকে নিখোঁজ ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top