সকল মেনু

চোখের সামনে যমুনায় বিলীন হচ্ছে চৌহালী

27_617520130916232250 সিরাজগঞ্জ প্রতিনিধি, ১৭ সেপ্টেম্বর :  সিরাজগঞ্জের চৌহালীতে রাক্ষসী হয়ে উঠেছে যমুনা নদী। গত কয়েকদিনে উপজেলা পরিষদ ভবনের পর কোর্ট ভবন। এরপর উপজেলার দোতলা ডরমেটরি ভবন যমুনা নদীতে ভেঙে পড়তে শুরু করেছে। ভাঙন কবলিতরা তাদের বাড়ি ঘর হারিয়ে অর্ধাহারে-অনাহারে বিভিন্ন স্থানে ভাসমান অবস্থায় বসবাস করছে। ভাঙ্গন অব্যাহত থাকায় ভাঙ্গনকবলিত লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে, যমুনা নদীর চৌহালী পয়েন্টে পানি কমতে শুরু করায় নদীর স্রোত সরাসরি আঘাত হানায় উপজেলা পরিষদের ডরমেটরি ভবন, ডাকবাংলো, প্রাথমিক শিক্ষা অফিস ভবন, থানা কোয়র্টার ও পুরাতন কোট ভবন ভাঙনের আওতায় চলে এসেছে। মানুষের চোখের সামনে প্রতিদিনই যমুনায় বিলীন হচ্ছে আবাদি জমি, ঘরবাড়ি। ভাঙ্গনকবলিত এলাকার কিছু দুষ্কৃতিকারী প্রশাসনের কতিপয় অসত্ কর্মকর্তা কর্মচারীর সহযোগিতায় বিভিন্ন স্থাপনার লোহার গ্রিল, দরজা, জানালাসহ আসবাবপত্র এবং উপজেলা পরিষদের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে। এসব বন্ধে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top