সকল মেনু

বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছে, তখন টাইগার শিবিরে দুঃসংবাদ

হটনিউজ ডেস্ক :

মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষে যখন বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছে, তখন টাইগার শিবিরে বয়ে এলো দুঃসংবাদ। প্রথম ইনিংসে ৭৮ রান করা তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়কে পঞ্চম দিনে পাচ্ছেন না মুমিনুলরা।

টেস্টের চতুর্থ দিন খেলা শুরুর আগে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পেয়েছেন জয়। দিতে হয়েছে তিনটি সেলাই। ফলে ৭ থেকে ১০ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদ ইসলাম জানান, মঙ্গলবার ফিল্ডিং অনুশীলনের সময় ডান হাতে চোট পেয়েছেন মাহমুদুল হাসান। এখানে যে চিকিৎসক ছিলেন, তিনি এরই মধ্যে সেলাই করে দিয়েছিলেন। তিনটা সেলাই পড়েছে তার হাতে। তাকে এখন ৭-১০ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে, যা যা চিকিৎসা দরকার, সেগুলো দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আঙুল সেলাইয়ের কারণে প্রথম টেস্ট তো বটেই, আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠেয় সিরিজের শেষ টেস্টেও মাহমুদুলকে পাচ্ছে না বাংলাদেশ দল।

প্রথম ইনিংসে মাহমুদুল হাসান করেছিলেন ৭৮ রান। তার এ মূল্যবান ইনিংস খেলতে ২২৮ বল লেগেছিল। তার ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে বড় পুঁজি পায় বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top