সকল মেনু

বগুড়ায় ১৮ দলীয় জোট নেতাদের সাথে খালেদা জিয়ার বৈঠক

LITONBogra Khaleda Zia Pic (1) 15-09-13 বগুড়া অফিস ১৬ সেপ্টেম্বর:  বিএনপি চেয়ারপার্সন ও ১৮ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়া আজ সকালে বগুড়া সার্কিট হাউজে ১৮ দলের স্থানীয় নেতাদের সাথে বৈঠক করেছেন। এসময় তিনি বলেন, মামলা মোকাবেলার পাশাপাশি আন্দোলন কঠোর থেকে কঠোরতর করতে হবে। আমরা সরকারকে ২৪ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছি, এসময়ের মধ্যে নির্দলীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলন শুরু হবে। তিনি সেই আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। বেগম জিয়া জোট নেতাদের সাথে কুশল বিনিময় করেন। এসময় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলঅম, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, এলডিপি সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান, জাগপা সভাপতি আমির হোসেন মন্ডল, ইসলামী ঐক্যজোটের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হক, বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক মীর শাজেহ আলম, জামায়াতের নায়েবে আমির মাওলানা তায়েব আলী ও মাওলানা আলমগীর হুসাইন, ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি মুফতি আব্দুল ওয়াহেদ, জাগপার যুগ্মসম্পাদক অ্যাডভোকেট মোখলছুর রহমান, মীর ওসমান আলী শুভ শেঠ প্রমূখ। বৈঠক শেষে জামায়াতের ভারপ্রাপ্ত জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার সাংবাদিকদের জানান, জোটপ্রধানের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি। তিনি নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন বেগবান করতে আমাদের পরামর্শ দিয়েছেন। এছাড়াও আন্দোলনের বিভিন্ন কৌশল বিসয়ে তিনি পরামর্শ দেন। এরপর বেগম জিয়া বিএনপি নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। দুপুর সোয়া বারোটায় রাজশাহীর উদ্যেশে বগুড়া সার্কিট হাউজ ত্যাগ করেন। বেগম জিয়ার সফর সঙ্গীরা জানিয়েছেন, নওগাঁয় একটি পথসভায় ভাষন দেয়ার কথা রয়েছে। বেগম জিয়ার যাত্রাপথে সাতমাথা, তিনমাথা, চারমাথা, গোদারপাড়া, এরুলিয়া, কাহালু, দুপচাঁচিয়া, আদমধীঘি, সান্তাহারসহ নওগাঁ-বগুড়া মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাঁকে শুভেচ্ছা জানায়। এসময় বেগম জিয়া হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top