সকল মেনু

মঠবাড়িয়ায় আগুনে পুড়ে মাদ্রাসা ছাই

mathbaria-pic. মঠবাড়িয়া প্রতিনিধি:  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর কুমিরমারা কারিমীয়া কেরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা গতকাল রোববার রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা বলে মাদ্রাসা কর্র্তৃপক্ষ জানিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়লে মাদ্রাসার টিনের ঘরটি আগুনে ভস্মীভ’ত হয়। এলাকাবাসী তিন ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৭৫ ফুট দৈর্ঘের মাদ্রাসা ঘর, ১০ মণ চাল, ১৫০ মণ জ্বালানি কাঠসহ শিক্ষার্থীদের আসবাবপত্র, জামা কাপড়, পুড়ে ছাই হয়ে যায়। আজ সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার টিকিকাটা ইউনিয়নের উত্তর কুমিরমারা গ্রামে ২০০৯ সালে এক বিঘা জমির ওপর গ্রামবাসী চাঁদা তুলে প্রয়াত চরমোনাই পীর ফজলুল করিমের নামে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে নয় জন এতিমসহ ৬০ শিক্ষার্থী মাদ্রাসায় লেখাপড়া করছে। শিক্ষক রয়েছেন ৪ জন। এাদ্রাসার সুপার হাফেজ খলিলুর রহমান বলেন, মাদ্রাসাটি পুড়ে যাওয়ায় নতুন ঘর তোলা না পর্যন্ত শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করতে হবে। তিনি মাদ্রাসাটি তুলতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top