সকল মেনু

বিয়েতে অনীহা তারকাদের !

taroka-bg20130914052559

উপরের বাম থেকে- পপি, লারা লোটাস, স্বাগতা, মেহজাবিন, ঈশানা, ভাবনা, কোনাল, উর্মিলা

বাংলাদেশে বিনোদন প্রিয় দর্শকের জন্য খুব আগ্রহের একটি বিষয় হল ‘তারকাদের বিয়ে’।

07720130914052056কিন্তু বিয়ে নিয়ে তারকাদের কি ভাবনা? সেই ভাবনার খবর জানতে গিয়ে দেখা যায় অধিকাংশ তারকাদেরই বিয়ের প্রতি অনীহা রয়েছে। আগ্রহও যে নাই তাও না।

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পপি যেমন বিয়ের পক্ষে না। বিয়ে নিয়ে বাংলানিউজের এক সাক্ষাৎকারে পপি বলেছিলেন ‘দেখুন বিয়ে একটা মেয়ের জীবনের আলটিমেট টার্গেট হতে পারে না। আমি এটা মানি না। একজন মেয়ের জীবনে অনেক কিছু করার আছে। আমি যেমন এখন কাজটাই করতে চাই। আজ থেকে ৪০ বা ৫০ বছর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে সে কাজটি করতে চাই। বিয়েটা আমার কাছে এত জরুরি বিষয় না’।

তার মত শোবিজের অনেক তারকারাই এমনটা ভাবেন। আবার উল্টাও ভাবেন অনেকে। বিয়ে নিয়ে বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন এ সময়ের কয়েকজন তারকা। আসুন শুনি তাদের বিয়ে নিয়ে ভাবনার গল্প।

কথা হল অভিনেত্রী স্বাগতার সাথে। এ ব্যাপারে তিনি বলেন, ‘বিয়ে নিয়ে আমি কখনোই কিছু ভাবিনা। বিয়ে করতে হবে আর বাবা-মা বিয়ে দিবে তাই বিয়ে করবো আলাদা করে আমার কোন চিন্তা নেই’

বিয়ে নিয়ে এমন উদাসীনতার কারণ জানতে চাইলে তিনি বলেন,‘আমরা যারা মিডিয়া জগতে কাজ করি তারা নিজেদেরকেই ঠিক মত সময় দিতে পারি না। সেক্ষেত্রে স্বামীর জন্য আলাদা করে সময় বের করা খুব কঠিন হয়ে যায়। আর একটা ব্যাপার সেটা হল বিয়ের পর বাচ্চা হবে তাই বিয়ে নিয়ে আপাতত ভাবছি না।’
08820130914054542

অভিনেত্রী ইশানা বলেন, ‘বিয়ে নিয়ে আমি না ভাবলেও আমার বাবা-মা খুব ভাবছেন। তাই বিয়ের ব্যাপারটা আমি ভাগ্য এবং মা-বাবার উপর ছেড়ে দিয়েছি’

নিজের জন্য কেমন বর আশা করেন জানতে চাইলে তিনি বলেন,‘আমি চাই আমার বর আমাকে ভাল বুঝবে। আর আব্বু আম্মু বিয়ে ঠিক করলেও বিয়ের আগে অবশ্যই আমি আমার বরকে বুঝতে এবং জানতে চাই’

কথা হল মডেল এবং অভিনেত্রী মেহজাবিন এর সাথে। ক্যারিয়ারের দিক থেকে অনেকদূর এগিয়ে গেলেও বয়স কম হওয়ায় বিয়ে নিয়ে না ভাবাটাই স্বাভাবিক তার জন্য।

প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে চান ? জিজ্ঞেস করলে তিনি জানান, ‘ক্যারিয়ার এবং বিয়ে মানুষের জীবনে দুটো দুরকম প্রভাব ফেলে। সেক্ষেত্রে ভাল ক্যারিয়ার পাওয়া থেকে ভাল বর পাওয়াটা বেশি দরকার। আর আমি আমার অর্নাসটা শেষ করে বিয়ে নিয়ে ভাবতে চাই’

অভিনেত্রী লারা লোটাস বলেন, ‘বাসা থেকে বিয়ের চাপ আছে কিন্তু বর্তমানে আনোয়ার হোসেনের ‘আজও চিঠি আসে’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছি। তাই আর একটু পরেই বিয়েটা করতে চাচ্ছি।`

তিনি বলেন, `মানুষের জীবনে সবথেকে কঠিন কাজ হল তার লাইফ পার্টনারকে বেছে নেওয়া। মাঝে মাঝে মনে হয় এই সর্বোত্তম কঠিন কাজটা যদি না করা লাগত, ভাল হত। সেক্ষেত্রে শুধু বাবা-মা নয় আমারও পছন্দের দরকার আছে। তাই একটু সময় নিয়েই বিয়ে করা প্রয়োজন।’

অভিনেতা ইমনের বিয়ে নিয়ে পরিকল্পনা কি? তিনি বলেন, ‘খুব শিগগিরই বিয়ে করে ফেলতে পারি। আবার অনেক দেরিও হতে পারে। পরিকল্পনা করে অনেক কিছু হলেও বিয়ে হয় না।’ 09920130914054503

বিয়েটা কি ক্যারিয়ারে কোন প্রভাব ফেলে? জানতে চাইলে তিনি বলেন, ‘না। ক্যরিয়ার আর বিয়ে দুটো দুই জায়গায়। সবাই বিয়ে করে আমাকেও সবার মত বিয়ে করতে হবে। তবে আমার বিয়েটা মনে হয় হুট করেই হয়ে যেতে পারে।’

বিয়ে নিয়ে বেশিরভাগ তারকাই যখন বর-কনে বাছাই এর ব্যপারে খুব সচেতন তখন অভিনেতা নিরব বলেন অন্য কথা। তার মতে ‘বেশি ভাল পেতে গিয়ে কমভালোটাও হারাতে হয়। তাই বিয়ে নিয়ে আমি বেশি ভাবতে চাই না। ভাগ্যে যা আছে তাই হবে’।

বিয়ে নিয়ে অভিনেত্রী ভাবনার ভাবনা জানতে চাইলে তিনি জানান, ‘আমার বয়স অনেক কম। মাত্র অনার্স শুরু করলাম। এখন তো কোনভাবেই বিয়ের চিন্তা করব না’

আপনি চিন্তা না করলেও দর্শক জানতে চায়। এ কথা শুনে তিনি হেসে উত্তর দেন, ‘বয়সে ছোট হলেও আমি সবসময় বড়দের চরিত্রে অভিনয় করি তাই হয়তো দর্শকের জানার ইচ্ছা। যাই হোক আমি আপনার মাধ্যমে আমার দর্শককে জানিয়ে দিতে চাই আগামী দশ থেকে পনেরো বছর পর আমি আমার বিয়ে নিয়ে ভাবব’

সঙ্গীত শিল্পী কোনাল বলেন ‘কবে বিয়ে করব সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমার বিয়েটা বাবা-মার উপরও নির্ভর করে না, আমার পছন্দের উপরও নির্ভর করে না, সময় হলেই হয়ে যাবে। এই সময়টা কবে হবে জানি না’

বিয়ে নিয়ে লাক্সতারকা অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তি কর বলেন, ‘মানুষের পক্ষে একা বসবাস করা সম্ভব নয়। জীবনের পথে নানান ঝামেলার মধ্যে বাছাই করা একজন ভাল সঙ্গীই পারে একটুখানি সুখ দিতে। তাই বিয়েটা করা দরকার’

বিয়ে করছেন কবে জানতে চাইলে তিনি বলেন, ‘চাইলেই তো আর বিয়ে করা যায় না, কারণ এখানে সঠিক মানুষকে খুঁজে পাওয়ার ব্যাপার আছে। তবে নিজের অবস্থান আর একটু শক্ত করে বিয়েটা করতে চাই।’
06620130914052045
সবকিছু মিলিয়ে বলা যায় আট-দশ জন সাধারণ মানুষের চেয়ে একটু বেশি ব্যস্ত থাকেন চলচ্চিত্র এবং টিভিপর্দায় কাজ করা এই অভিনয় শিল্পীরা। তবে তারা কেউই সমাজ এবং বাস্তবতার বাইরে নয়।

তাই তো শত ব্যস্ততার মধ্যেও জীবনে একজন ভাল জীবনসঙ্গী খুঁজে পাওয়ার ইচ্ছা বর্তমান সময়ের এই জনপ্রিয় অভিনয় শিল্পীদেরও

 

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top