সকল মেনু

কুয়াকাটাকে থানায় উন্নীতের দাবিতে হাজারো মানুষের বাহুবন্ধন কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া:


kalapara-02 (15-09-13) 01

OLYMPUS DIGITAL CAMERAপটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভাকে থানায় উন্নীতের দাবিতে কুয়াকাটা সৈকত এখন আন্দোলন মুখর হয়ে আছে। রবিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী কুয়াকাটা সৈকত থেকে আলীপুর বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কজুড়ে “বাহুবন্ধন” কর্মসূচী পালন করেছে হাজার হাজার মানুষ। বাহুবন্ধন কর্মসূচী চলাকালে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, মৎস্য বন্দর আলীপুরসহ আশেপাশের প্রায় পাঁচ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান,হোটেল,মোটেল বন্ধ হয়ে থাকে।

কুয়াকাটা থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে বাহুবন্ধন কর্মসূচী সফল করতে প্রস্তাবিত কুয়াকাটা থানা এলাকার কুয়াকাটা পৌরসভা, লতাচাপলী ইউনিয়ন, ধুলাসার ইউনিয়ন, ডালবুগঞ্জ ইউনিয়নের হাজার হাজার মানুষ সকাল থেকে মিছিলসহ কুয়াকাটা-কলাপাড়া সড়কে অবস্থান নেয়। এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কুয়াকাটা থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় শিববাড়িয়া নদীতে প্রায় পাঁচ শতাধিক মন ইলিশ নিয়ে শতাধিক ট্রলার ঘাটে নোঙর করলেও মৎস্য আড়ত বন্ধ থাকায় তা বিক্রি করতে পারেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top