সকল মেনু

‘বুদ্ধিদীপ্ত জাতি গঠনে আয়োডিনের গুরুত্ব অপরিসীম’-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী

Policy20130914193205 জেলা প্রতিবেদক, ময়মনসিংহ, ১৫ সেপ্টেম্বর:  বুদ্ধিদীপ্ত জাতি গঠনে আয়োডিনযুক্ত লবণের কোন বিকল্প নেই। বর্তমান সরকার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অঙ্গীকারাবদ্ধ এবং এ লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ তৈরী কার্যক্রমের মাধ্যমে আয়োডিন ঘাটতি পূরণ (সিআইডিডি) প্রকল্পের আওতায় ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) শনিবার আয়োজিত এক কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির এ কথা বলেছেন। এসময় তিনি দেশের মানুষের মধ্যে আয়োডিনযুক্ত লবণ প্রসারে ব্যাপক সচেতনতা সৃষ্টিতে সমাজের শিক্ষিত ব্যক্তিবর্গ, লবণ ব্যবসায়ীসসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান। শনিবার থেকে দুপুর পর্যন্ত বাকৃবি ক্যাম্পাসে বিনার সেমিনার কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভের (এমআাই) যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, প্রকল্প পরিচালক পতিত পাবন বৈদ্য, ময়মনসিংহের সিভিল সার্জন ডা. সঞ্জিব কুমার চৌধুরী, পুলিশ সুপার মাইনুল হক। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসানুল ইসলাম। কর্মশালায় আয়োডিন বিষয়ক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক। প্রবন্ধে আয়োডিনজনিত নানা সমস্যাসহ ময়মনসিংহে আয়োডিনজনিত ঘাটতির চিত্র তুলে ধরা হয়। এছাড়া কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সিআইডিডি প্রকল্প পরিচালক আবু তাহের খান, মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভের (এমআাই) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আশেক মাহফুজসহ ময়মনসিংহের বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও এনজিওয়ের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top