সকল মেনু

হামলা নয়, সিরিয়ার অস্ত্র হস্তান্তর চুক্তিতে সম্মতি

14.+Us-Russia  হটনিউজ আর্ন্ত,ডেস্ক:  সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের একটি প্রস্তাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, যাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালানোর তৎপরতা আপাতত বন্ধ হচ্ছে। ‘সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয়েছে’ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তিন দিনের বৈঠকের পর শনিবার এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জেনেভায় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কেরি বলেন, চুক্তি অনুযায়ী এক সপ্তাহের মধ্যে সিরিয়াকে তার মজুদে থাকা রাসায়নিক অস্ত্রের পূর্ণ তালিকা জাতিসংঘের কাছে জমা দিতে হবে। আর ২০১৪ সালের মাঝামাঝি নাগাদ সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র জাতিসংঘের নিয়ন্ত্রণে আনা হবে বা তা ধ্বংস করা হবে।সূত্র, রয়টার্স

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top