সকল মেনু

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করেনি দাবি কাদেরের

হটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, বাসে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনে ছাত্রলীগ হামলা করেনি। ছাত্রলীগ নামধারীরা কেউ হামলা করতে পারে বলে জানান তিনি।

শনিবার (২৭ নভেম্বর) সংসদ অধিবেশনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা নিয়ে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

রুমিন ফারহানার কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আপনি কি কারও নাম বলতে পারেন? এটাই যদি করতো তাহলে তারা কেন এ দাবিতে প্রকাশ্যে সমর্থন করছে?

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথমে ভেবেছিলাম বিআরটিসিতে ৩০ পারসেন্ট ছাড় দেবো, কিন্তু যখন প্রধানমন্ত্রীর অনুমতি চাইলাম, তিনি বললেন, হাফ ভাড়া যখন তারা দাবি করেছে সেটিই দাও। তার নির্দেশনায় সারাদেশে বিআরটিসির প্রজ্ঞাপন দিয়েছি। ১ তারিখ থেকে এটি কার্যকর হবে।

এর আগে ২৩ নভেম্বর গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে হামলা চালায় দুর্বৃত্তরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top