সকল মেনু

২২ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার

হটনিউজ ডেস্ক:

সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র উপকূল থেকে চারটি মাছ ধরার ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২২ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। গতকাল শনিবার মধ্য রাতে ২২ জেলেসহ চারটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপের জেটিতে এসে পৌঁছে।

ট্রলারসহ জেলেদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের পূর্ব সমুদ্র উপকূলে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করার সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা দুই দফায় চারটি মাছ ধরার ট্রলারসহ ওই ২২ জেলেকে ধরে নিয়ে যায়।

পরে রাতে ২২ জেলেকে ফেরত দিতে বাধ্য হয় মিয়ানমার নৌবাহিনী। গতকাল রাত সাড়ে ১২টার দিকে সাগরে দায়িত্বরত কোস্ট গার্ড সদস্যরা চারটি ট্রলারসহ তাদের নিয়ে সেন্টমার্টিন দ্বীপ ঘাটে এসে পৌঁছান। তবে এ বিষয়ে স্থানীয় কোস্ট গার্ড কিংবা বিজিবি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ট্রলারসহ জেলেরা ফেরত আসার বিষয়টির সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মাঝিমাল্লাসহ ধরে নিয়ে যাওয়া ফিশিং ট্রলারগুলো ফেরত দিয়েছে মিয়ানমার। জেলেরা সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top