সকল মেনু

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

images ফরিদপুর প্রতিনিধি: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন সহ মোট ৪ জন নিহত হয়েছে। এতে বাসের ২২ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। করিমপুর হাইওয়ে থানার এস আই লুৎফর রহমান জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো-গ-১৪-৪৯২১) এর একটি যাত্রীবাহি বাস গঙ্গাবর্দী আসলে ঢাকা থেকে যশোরগামী একটি ট্রাকের (যশোর-ট-০২-০১১৪) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই আসাদুজ্জামান (৩২) তার স্ত্রী রেশমা বেগম (২৮) এবং মেয়ে তিশা (৫) নিহত হয়। এদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানায়। হাসপাতালে নেওয়ার পর বাসের ড্রাইভার সিরাজ (৪০) এর মৃত্যু হয়। তার বাড়ি যশোর কোতয়ালী থানায়। আহতদের মধ্যে ট্রাকের হেলপারের অবস্থা আশংকা জনক। ফরিদপুর সদর সার্কেল এএসপি কামরুজ্জামান জানান, রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top