সকল মেনু

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ

হটনিউজ ডেস্ক:

চলতি শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হবে আজ শুক্রবার। গেল ৫৮০ বছরে এতো দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণের আর নজির নেই। প্রায় সাড়ে তিনঘন্টার চন্দ্রগ্রহণের শেষভাগে তা দেখা যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ থেকেও।

নাসার তথ্যানুযায়ী, আজ চাঁদের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। আংশিক সে গ্রহণের সময় চাদ লালচে রং ধারণ করবে। উত্তর আমেরিকার দেশগুলো থেকে এবারের গ্রহণের পুরোটা সবচেয়ে ভালো দেখা যাবে। দৃশ্যমান হবে অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও।

বাংলাদেশ সময় বেলা ১টা ১৯ মিনিটে শুরু হবে মূল চন্দ্রগ্রহণ। আকাশ পরিষ্কার থাকলে আংশিক গ্রহণের শেষ দিকে ৫টা ৫ মিনিট থেকে ৫টা ১৯ মিনিটের মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top