সকল মেনু

কুড়িগ্রামে ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের প্রতিবাদ মিছিল

Kurigram diploma pic, 14-09-2014 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় কর্তৃক ২০০৮ সালে জারিকৃত বিতর্কিত প্রজ্ঞাপনে ইঞ্জিনিয়ারিং এর সঙ্গা পূণনির্ধারণ করে আন্ত:মন্ত্রনালয় কমিটির সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন সংশোধন ও দুই দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী, ছাত্র, শিক্ষক সংগ্রাম পরিষদ গতকাল পলিটেকনিক ইনষ্টিটিউটের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।  সকালে প্রতিবাদ মিছিলটি পলিটেকনিক ইনষ্টিটিউট হতে বেরহয়ে শহর প্রদক্ষিণ শেষে পূণরায় পলিটেকনিক চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। কুড়িগ্রাম জেলা আইডিইবি’র সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আআ মোহাম্মদ আব্দুল কাদের, খায়রুল ইসলাম, আতিকুর রহমান, সোলায়মান আলী সরকার, কুড়িগ্রাম বাকাছাপের সভাপতি পল্লব রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ। বক্তারা জানান, ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে মাসব্যাপি কর্মসূচির শেষ দিনে ২৫ সেপ্টেম্বর দেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পেশাজীবী, ছাত্র, শিক্ষকদের নিয়ে জাতীয় সংসদ অভিমূখে যাত্রা করা হবে। স্পিকার সমীপে দেয়া হবে দু’দফা দাবি সম্বলিত স্মারকলিপি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top