সকল মেনু

বেগম খালেদা জিয়া শর্তদিয়ে ও দরকষাকষি করে কার্যত,আড়াই বছর ধরে সংলাপ বানচাল করছেন-তথ্যমন্ত্রী

download  কাঞ্চন কুমার,কুষ্টিয়া, ১৪ সেপ্টেম্বর ২০১৩:  জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বেগম খালেদা জিয়াকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে বলেছেন, খালেদা জিয়া শর্তদিয়ে ও দরকষাকষি করে কার্যত: আড়াই বছর ধরে সংলাপ বানচাল করছেন, উনি সংলাপ থেকে দুরে থেকে রাজপথে নাশকতামুলক কাজ করছেন। হামলা, সন্ত্রাসী এবং অর্ন্তঘাতমূলক কাজকে সমর্থন করছেন। খালেদা জিয়ার এজেন্ডা নির্বাচন নয়, উনার এজেন্ডা অন্যকিছু আছে। খালেদা জিয়া পরিস্কার ভাবে বলবেন তিনি শর্তহীন সংলাপে বসবেন নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা তাৎক্ষনিক সংলাপের আয়োজন করব। অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ও জাসদ’র জন্মলগ্ন থেকে আমরা কোনদিন ফাঁকা মাঠে গোল দেয়ার রাজনীতি করিনি। আমরা পিছন দরজা দিয়ে কোনদিন ক্ষমতায় যায়নি। সবসময় নির্বাচনের মধ্যদিয়ে সদর দরজা দিয়ে ক্ষমতায় গেছি। বিএনপি’র জন্মদাতা জেনারেল জিয়াউর রহমান ফাঁকা মাঠে গোল দেয়ার নির্বাচন করেছেন। তিনি হ্যাঁ না ভোট করেছেন, একতরফা ভোট করেছেন, কারচুপির নির্বাচন করেছেন, নির্বাচনকে সবরকম প্রহসন করার একটা রাজনৈতিক পন্থা তৈরী করেছেন, সেই জায়গা থেকে বহু কষ্ট করে আমরা বেরিয়ে এসেছি। সুতরাং আমরা বেগম খালেদা জিয়া’কে নির্বাচনের মাঠে দেখতে চাই। লন্ডনে তথ্যমন্ত্রী’র উপর হামলা প্রশ্নে বলেন, হামলাকারীদের ক্লজসার্কিট ক্যামেরায় চিত্র ধারণ করা হয়েছে। যারা জঙ্গীবাদ, যুদ্ধাপরাধী, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, তেঁতুল হুজুরদের সমর্থন করে সেই রাজনৈতিক মহলই হামলার সাথে জড়িত। আজ শনিবার, সকাল ১১ টায় কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউপি- শ্রীরামপুর সড়ক উদ্বোধন কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, কুষ্টিয়া জেলা জাসদ’র সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ প্রশসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top