সকল মেনু

অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় রোগীর মৃত্যু: সেই ওয়ার্ডবয় গ্রেপ্তার

হটনিউজ ডেস্ক:

বকশিশের টাকা না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় রোগী মৃত্যুর ঘটনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের সেই ওয়ার্ডবয় দুলুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকায় গ্রেপ্তার করা হয় তাকে। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) র‌্যাব থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবে বলেও বার্তায় জানানো হয়েছে।

বকশিশের ৫০ টাকা কম পাওয়ায় গত মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত এক রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার অভিযোগ ওঠে ওয়ার্ডবয় দুলুর বিরুদ্ধে। এতে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা। ঘটনার পরই হাসপাতালের আনসারদের সহযোগিতায় পালিয়ে যান ওয়ার্ডবয় দুলু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top