ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কে সকাল ১১টায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের চাপায় পড়ে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে কানাইপুর বাসস্টান্ডের কাছে একটি দ্রুতগামী মোটরসাইকেল সালথা রোড থেকে আসা বাইসাইকেল আরোহী বাচ্চু মোল্লা (২৫) কে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি সালথা থানার নারানদিয়া গ্রামে।
