সকল মেনু

করোনায় ইউরোপে আরও ৫ লাখ মৃত্যু হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হটনিউজ ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আগামী বছরের শুরুর দিকে ইউরোপ আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু দেখতে পারে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) এমন আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও-এর ইউরোপ শাখার আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগ বলেন, ‘ইউরোপের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সংক্রমণের সাম্প্রতিক গতি বজায় থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই মৃত্যুর সংখ্যা আরও অর্ধেক মিলিয়ন অর্থাৎ পাঁচ লাখ বেড়ে যেতে পারে।’

প্রসঙ্গত, ডব্লিউএইচও-এর ইউরোপ শাখার আওতাধীন ৫৩টি দেশ। রাশিয়া ও তুরস্ক দেশ দুটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top