সকল মেনু

নরসিংদীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

হটনিউজ ডেস্ক:

নরসিংদীর দূর্গম চরাঞ্চল আলোকবালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের নেকজানপুন গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান দেলােয়ার হোসেন দীপুর সমর্থকদের সঙ্গে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ’র সমর্থকদের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরেই আজ সকালে আসাদুল্লাহর সমর্থকরা দীপুর সমর্থদের উপর হামলা চালায়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হন। ১০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

শহর ফাঁড়ির ইনচার্জ জানিয়েছে, হাসপাতালে ৩ জন নিহতের মরদেহ পাওয়া গেছে। আহত আছে বেশ কয়েকজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top