সকল মেনু

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ২১৮

হটনিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের মারিবে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২১৮ জনের বেশি হুতি যোদ্ধা নিহত হয়েছেন।

রোববার সৌদি জোট এ তথ্য জানায়। খবর আরব নিউজের।

জোটের পক্ষ থেকে বলা হয়, বিমান হামলায় ২৪টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। গত ৭২ ঘণ্টায় দুই জেলায় ২১৮ জনের বেশি হুতি যোদ্ধা নিহত হয়েছেন।
সম্প্রতি ইয়েমেনের মারিব প্রদেশের রাজধানী মারিব শহরে সংঘাত বেড়ে গেছে।

সৌদি জোটের দেওয়া তথ্যানুযায়ী, ১১ অক্টোবরের পর থেকে নিহত হয়েছেন দুই হাজারের বেশি হুতি যোদ্ধা।

সর্বশেষ হামলা চালানো হয়েছে আল-জাওবা ও আল-কাসসারে।

২০১৪ সালে সংঘাত শুরুর পর যুদ্ধ থেকে পালিয়ে আসা হাজার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল মারিব। এ মারিব দখলে ফেব্রুয়ারি থেকে জোরেশোরে অভিযান শুরু করে হুতিরা। মাঝে হামলা কিছুটা কমলেও আবারও হামলা জোরদার করেছে তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top