সকল মেনু

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ জেলে আটক

হটনিউজ ডেস্ক:

সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করে ৫ হাজার টাকা করে মোট ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ অক্টোবর) ভোর রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম।

মৎস্য কর্মকর্তা জানান, থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করে। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয় এবং উদ্ধারকৃত মা ইলিশ সদরপুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক মাহমুদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top