সকল মেনু

‘প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে এ অঘটন’

হটনিউজ ডেস্ক:

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ঠকাতেই রোহিঙ্গা ক্যাম্পে পরিকল্পিতভাবে বিভিন্ন অঘটন ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শুক্রবার (২২ অক্টোবর) সিলেটে এক অনুষ্ঠানের পর সংবাদিকদের এ কথা বলেন তিনি।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেপ্তারে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান।

এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রক্রিয়া চলছে; যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না তাইরাই এ অঘটন ঘটাতে পারে। সংঘর্ষের বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছেন বলেও জানান তিনি।

আবদুল মোমেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থতি উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গতকালই (২১ অক্টোরব) বৈঠক হয়েছে। এরপরই এমন দুর্ঘটনা, যা খুবই আতঙ্কের বিষয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top