সকল মেনু

হেরে গেলেন পাইলট, পেয়েছেন মাত্র ২ ভোট

হটনিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। দেশকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। কিন্তু বিসিবির পরিচালক পদে প্রথম নির্বাচনে নেমে ব্যর্থ হয়েছেন তিনি। মাত্র দুই ভোট পেয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

রাজশাহী বিভাগের একটি পরিচালক পদে খালেদ মাসুদ পাইলট ও সাইফুল আলম স্বপন লড়াই করেন। এই বিভাগে ৯ ভোটের মধ্যে পাবনার কাউন্সিলর স্বপন পেয়েছেন ৭ ভোট। আর পাইলট পান মাত্র ২ ভোট।

নির্বাচনে হেরে হতাশ পাইলট বলেন, ‘আমি আগেই বুঝতে পেরেছিলাম এমন কিছু হবে। আমার স্বপ্ন ছিল বিসিবির পরিচালক হওয়ার। ভালো কিছু করব এমন আশা ছিল। কিন্তু তা হয়নি। আশা করছি ভবিষ্যতে সাফল্য পাব।’

এদিকে বিসিবিতে ২৫ জন পরিচালকের পদ থাকলেও ২৩ পদে নির্বাচন হয়ে থাকে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন মনোনীত হন। এবার মনোনীত হয়েছেন— আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস।

২৩ পদের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এখন ১৬ পদে নির্বাচন হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top