সকল মেনু

বকশীগঞ্জে প্লাবিত

Narail-Photo--BG-72520130824015105বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের বকশীগঞ্জে নতুন করে বন্যা দেখা দিয়েছে।বন্যার পানি বাড়ায় ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে । মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা জানান ,তার ইউনিয়নের ২৪ টি গ্রামের মধ্যে ১৫ টি গ্রাম ও সাধুর পাড়া ইউনিয়নের ৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার অন্তত ১০ হাজার মানুষ ।উপজেলার নদীর তীরবর্তী নিম্মাঞ্চল বন্যার পানিতে ঢেকে যাচ্ছে।এতে করে উপজেলার বগারচর ও সাধুরপাড়া ও মেরুরচর ইউনিয়নের আরও নতুন করে ১০টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বির্স্তীণ এলাকার রোপা আমন ক্ষেত। সেই সাথে মাইছানির চর,মাদারের চর, শেক পাড়া ,কতুবের চর,কলকিহারা,ভাটি কলকিহারা গ্রামে নদী ভাঙণ শুরু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top