সকল মেনু

হামলা এড়াতে অস্ত্র হস্তান্তরে সম্মত সিরিয়া

Serya-0120130910135921ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১০ সেপ্টেম্বর:  আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাসায়নিক অস্ত্র হস্তান্তরে রাজি হয়েছে সিরিয়া। মঙ্গলবার রাশিয়া এসংক্রান্ত একটি প্রস্তাব দিলে সিরিয়া তাতে সম্মতি জানায়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর বেরিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের বিবৃতির পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম তার প্রস্তাবকে স্বাগত জানান। রাশিয়া সফরকালে সোমবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে রাসায়নিক অস্ত্র হস্তান্তরে সিরিয়ার প্রতি আহ্বান জানান তিনি। মুয়াল্লেম বলেন, ‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা খুব ফলপ্রসূ বৈঠক করেছিলাম। তিনি রাসায়নিক অস্ত্র হস্তান্তরের জন্য আমাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আমরা রাশিয়ার আহ্বানে সাড়া দিতে রাজি।’ এর আগে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ব্রিটেনের পররাষ্ট্র এবং কমনওয়েলথ ভবনে এক সংবাদ সম্মেলনে জানান, সিরিয়া যদি মার্কিন হামলা এড়াতে চায় তবে তারা যেন তাদের কাছে মজুদ থাকা রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তর করে। এদিকে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তর করে, তা ধ্বংস করতে জাতিসংঘকে হস্তক্ষেপ করার জন্য প্রস্তাব রাখতে যাচ্ছে ফ্রান্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top