সকল মেনু

চাঁদপুর শহরের পুরান বাজারে মেঘনার ভাঙ্গন, দেবে গেছে ১শ২০ মিটার এলাকা

1111111নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  চাঁদপুর শহরের ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত পুরান বাজারে মেঘনা ও ডাকাতিয়া নদীর ভয়াবহ ভাঙণ শুরু হয়েছে। দেবে গেছে শহর রক্ষাবাঁধ প্রকল্পের প্রায় ১শ ২০মিটার এলাকা। ইতমধ্যে ৪০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ ব্যবসা প্রতিষ্ঠান নদীতে তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে প্রায় ২হাজার ব্যবসা প্রতিষ্ঠান। রয়েছে শতাধিক বিভিন্ন মিল কারখানা। অনেককেই তাদের ঘর বাড়ি সরিয়ে নিতে দেখা গেছে। বিভিন্ন গোডাউনের মালামালও সরিয়ে নেয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে চলতি অর্থবছরে চাঁদপুর শহর রক্ষা প্রকল্পে ৪কোটি টাকার কাজ হয়েছে। অথচ প্রতিবছর কাজ হলেও এখন শহর-ই রয়ে গেছে মেঘনার হুমকিতে। চাঁদপুর শহর রক্ষায় দ্রুত ব্যবস্থা নিয়ে দাবি জানিয়েছেন চাঁদপুরবাসী। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন কবলিত এলাকায় ব্লক ফেলতে শুরু করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top