সকল মেনু

জমির ও আখতারের বিরুদ্ধে চার্জশিট দিতে যাচ্ছে দুদক

Speaker20130909184806 আদালত প্রতিবেদক, ঢাকা, ১০ সেপ্টেম্বর :  সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অতিরিক্ত গাড়ি ও জ্বালানি তেল ব্যবহার করে সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জশিট দিতে যাচ্ছে দুদক। সোমবার দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে কমিশন সভায় ওই চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়। দু’একদিনের মধ্যে মামলা দু’টির চার্জশিট বিচারিক আদালতে পেশ করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, চারদলীয় জোট সরকারের সময় জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন গত ২০০১ সালের নভেম্বর থেকে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রাপ্যতার অতিরিক্ত গাড়ি ও জালানি তেল ব্যবহার করে সরকারের অর্থ অপচয় করেছেন। এ অভিযোগে উপ-সহকারি পরিচালক খন্দকার আখরুজ্জামান বাদী হয়ে ২০১১ সালের ১৬ জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানায় তাদের বিরুদ্ধে ৩৪ ও ৩৬ নম্বর দু’টি মামলা দায়ের করেছিলেন। পরে ওই একই কর্মকর্তা অভিযোগ তদন্ত করে কমিশনে প্রতিবেদন পেশ করে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ অপচয়ের প্রমাণ পায়।দুদক সূত্র জানায়, সরকারের পরিবহন পুলের অতিরিক্ত ৩টি গাড়ি ও জ্বালানি তেল ব্যবহার করে সরকারের ৪০ লাখ ৯৩ হাজার ৫২০ টাকার ক্ষতি সাধনের অভিযোগে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে ৩৪ নম্বর মামলা দায়ের করা হয়েছিল। গাড়ি দু’টির মধ্যে ২টি জিপ ও ১টি মাইক্রোবাস ছিল। একই সঙ্গে পরিবহন পুল থেকে নেওয়া অতিরিক্তি দু’টি গাড়ি ও জ্বালানি তেল ব্যবহার করে সরকারের ৫৮ লাখ ৭১ হাজার ৬৪০ টাকা ক্ষতি সাধনের অভিযোগে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে ৩৬ নম্বর মামলাটি দায়ের করা হয়েছিল। ওই দু’টি গাড়ির মধ্যে ছিল ১টি জিপ ও ১টি মাইক্রোবাস।এর আগে গত ২০১০ সারের ২৮ ডিসেম্বর সাবেক স্পিকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকী ও মরহুম সাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করেছিল দুদক। পরে ২০১১ সালের ১৬ জানুয়ারি সাবেক চিফ হুইপ ও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একই অভিযোগে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে আরো ৩টি মামলা দায়ের করেছিল। এই ৩ মামলার মধ্য থেকে ২টি মামলার চার্জশিটের অনুমোদন দেয়া হল। দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা দুটি দায়ের করা হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top