সকল মেনু

সরলতার সুযোগে রোনালদোর ৩ কোটি টাকা আত্মসাৎ

হটনিউজ ডেস্ক:

প্রতারণার শিকার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মত বিশ্বসেরা ফুটবলারও। একটি ট্রাভেল এজেন্সির এক কর্মী প্রতারণা করে রোনালদোর কাছ থেকে হাতিয়ে নিয়েছে ২ লাখ ৮৮ হাজার ইউরো।

আত্মসাৎকারী ওই ট্রাভেল এজেন্সির কর্মী একেজন নারী। যার দায়িত্ব ছিল রোনালদোর ক্রেডিট কার্ডের বিবরণ প্রস্তুত করা। তিন বছর ধরে তিনি এই অর্থ ধীরে ধীরে সরিয়ে রাখেন বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মার্কা।

‘জার্নাল ডি নোটিসিয়াস’ নামে একটি পত্রিকা রোনালদোর প্রতারণার শিকার হওয়ার এই সংবাদ প্রথম প্রকাশ করে। প্রায় ২০০ ট্রিপ থেকে আত্মসাৎকৃত এই অর্থ হাতানো হয়েছে বলে জানায় তারা।

তবে শুধুমাত্র ম্যানইউ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো একাই নন, তার এজেন্ট হোর্হে মেন্ডেস, খেলোয়াড় ন্যানি এবং ম্যানুয়েল ফার্নান্দেজের অর্থও চুরি করেছেন সেই নারী ট্রাভেল এজেন্সি কর্মী।

মোট সাড়ে তিন লাখ ইউরো চুরি করেছেন ৫৩ বছর বয়সী এই নারী। ২০১৭ সালেই সেই নারী কর্মী চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top