সকল মেনু

পদ্মা দুর্নীতি মামলার শুনানি আবার পেছালো

Padma20130910061413 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১০ সেপ্টেম্বর:  পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগে কানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রাক-শুনানি আরেক দফা পিছিয়েছে।আগামি ১৯ সেপ্টেম্বর শুনানির দিন পুণঃনির্ধারণ করা হয়েছে। সোমবার সকালে অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালত নতুন এই তারিখ ঘোষণা করে।কানাডার ‘করাপশন অব ফরেন অফিসিয়াল অ্যাক্ট- এর আওতায় দায়ের করা এই মামলাটির শুনানি এর আগে গত ৮ থেকে ১৯ এপ্রিল টরন্টোর অন্টারিও কোর্ট অব জাস্টিসে অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতি ম্যালকম ম্যাকলয়েডের আদালত বিচারের জন্য মামলাটি প্রাদেশিক সর্বোচ্চ আদালত টরন্টোর অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে পাঠান। পিরিয়র কোর্ট অব জাস্টিসে দু’দফা তারিখ পরিবর্তনের পর সোমবার প্রাক-শুনানির দিনক্ষণ ঠিক করেছিল। কিন্তু এবারও শুনানি হলো না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top