সকল মেনু

যৌতুকের দাবিতে নববধু খুন, ননদ, শ্বাশুড়িসহ গ্রেফতার ৩

Picture 468আব্দুস সালাম, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ  মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামে গত শুক্রবার বিয়ের সাত মাসের মাথায় যৌতুকের দাবীতে নব-বধু মুক্তা (১৮) কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, একই উপজেলার একই গ্রামের বালাসুর বানিয়া বাড়ির রনির (২৭) সাথে মহাধুম ধামে বিয়ে হলে দাম্পত্তি জীবন কয়েক মাস ভালই চলছিল। কিন্তু বেকে বসে যৌতুক। যৌতুকের জন্য বিয়ের ৫মাসের পর থেকে মুক্তার স্বামী, শ্বাশুড়ি, ননদ ও শ্বশুড় বিভিন্ন ভাবে মারধর সহ মানষিক ও শারিরীক নির্যাতন করতো। সর্বশেষ শুক্রবার ঘুমন্ত অবস্থায় গলাটিপে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যাকে আত্মহত্যা বলে চালিয় দেয়। পরে আশ পাশের লোকজন শ্রীনগর থানায় খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মুক্তার মা বাদী হয়ে মুক্তার স্বামী, শ্বশুড়, ও ননদসহ ৪ জনকে আসামী করে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। শ্রীনগর থানা পুলিশ জানায় ঘটনার পর পরই স্বামী রনি পালিয়ে গেলেও ননদ শ্বাশুড়িসহ তিনজন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে শ্রীনগর থানা পুলিশ। শ্রীনগর থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ইউপিবিনিউজ২৪ডটকমকে জানান স্বামী রানি পালিয়ে গেলেও ননদ, স্বাশুড়িসহ তিনজনকে গ্রেফতার করে রিমান্ড আবেদন এর মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পরিবারের অভিযোগ হত্যার মূল হোতাকে পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। হত্যাকারীর লোকজন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ফলে আমাদের পরিবার এখনো নিরাপত্তাহীতায় ভুগতেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top