সকল মেনু

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মিছিল ও স্মারকলিপি প্রদান

Moulvibazar Book Publisher Rallyএম শাহজাহান আহমদ,মৌলভীবাজার:  শিক্ষা আইন ২০১৩ এর কয়েকটি ধারা-উপধারা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মৌলভীবাজার জেলা শাখা। সোমবার বেলা বারোটায় বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা কালেক্টরেট ভবনের সম্মুখে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সমিতির জেলা শাখার সভাপতি জোবের আহমদসহ জেলার সকল পুস্তক প্রকাশক ও বিক্রেতাগন প্রমুখ।

বক্তারা বলেন, উল্লেখিত ধারাসমূহ প্রণীত হলে পর্যাপ্ত বই এর অভাবে জ্ঞান, বিজ্ঞান চর্চা ও গবেষণা ব্যাহত হবে। এছাড়া প্রকাশনা শিল্পের সাথে জড়িত ছাপাখানা, বাঁধাই কারখানা, বই বিক্রেতা ও প্রকাশকরা যেমন ক্ষতির সম্মুখীন হবেন তেমনি দেশ জুড়ে এই শিল্পের সাথে জড়িত প্রায় ২৫ লাখ লোক বেকার হয়ে পড়বে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top