সকল মেনু

হতদরিদ্র মেধাবী কিশোর কিশোরীদের মাঝে বৃত্তি প্রদান

Scolarship ,Durgapurদুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা:  নেত্রকোনার দুর্গাপুরে ইইসিআর প্রকল্পের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশ এর অর্থায়নে সোমবার জেলা পরিষদ অডিটরিয়ামে ২৫০জন গরীব ও মেধাবী কিশোর কিশোরীদের মাঝে ২য় কিস্তির প্রতিজনকে বার হাজার টাকা করে মোট ৩০ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তি প্রদানের উদ্দেশ্য হচ্ছে, শিশুদেরকে বাধ্যতামুলক স্কুলে পাঠাতে হবে, কোন শিশুকেই ঝুকিপুর্ন কাজে দেয়া যাবেনা এবং কোন মেয়ে শিশুকে আঠারো বছরের নীচে বিয়ে দেয়া যাবে না। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক আশরাফুন্নেছা‘র সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি শাবনাজ জাহেরিন, গ্লোারিয়া ক্যাবেরিয়া, মোঃ ইমতিয়াজ, অন্যান্য অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল সায়াদাৎ বাবুল পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top