সকল মেনু

ইউনূসকে কারণ দর্শাতে পারে এনবিআর: অর্থমন্ত্রী

 Muhit-0220130909150305নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৯ সেপ্টেম্বর:  আয়করমুক্ত সুবিধার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ড. ইউনূসকে কারণ দর্শাতে পারে। মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, ড. ইউনূস বিদেশে যা আয় করেছেন তা বৈধ হলেও তিনি অনুমতি না নিয়েই বিদেশ গেছেন।তাহলে কি ড. ইউনূসের কাছ থেকে তার আয়করমুক্ত সুবিধাগুলো ফেরত নেয়া হবে? জানতে চাইলে অর্থমন্ত্রী সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘আমার ধারণা- এনবিআর তাকে একটি নোটিশ দিতে পারে। সেই নোটিশে তিনি কেন এটা করেছেন এবং কেন অনুমতি নিয়ে যাননি সেটা জানতে চাওয়া হতে পারে।’ মুহিত বলেন, একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে ইউনূস সাহেব ওয়েজ আর্নার হিসেবে ট্যাক্স ফ্রি সুবিধাসহ গ্রামীণের নামে তার নেতৃত্বাধীন অনেক প্রতিষ্ঠানের কর সুবিধা নিয়েছেন। যেগুলো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান নয়। তবে সরকারেরও দোষ আছে। তার ১৩টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সরকারের লোক ছিল। তারাও কখনো কিছু বলেনি।বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের তেমন কিছু করণীয় নেই। গ্রামীণ ব্যাংক কমিশনের চুড়ান্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত এ নিয়ে অপেক্ষা করতে হবে। ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top